গাজীপুরে র‍্যাব পরিচয়ে চাঁদাবাজিকালে পুলিশের স্ত্রী গ্রেফতার

Slider গ্রাম বাংলা

গাজীপুর: গাজীপুর মহানগরের মোগড়খাল এলাকায় র‍্যাব পরিচয়ে খাবার হোটেলে চাঁদাবাজি কালে দুইজন ভুয়া র‍্যাবকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা পুলিশ।

রবিবার (২১মার্চ) দুপুরে মহানগরের মোগড়খাল এলাকার অবস্থিত ‘টাঙ্গাইল মিষ্টি মুখ’ নামক খাবার হোটেলে প্রতারণার মাধ্যমে চাঁদাবাজিকালে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের আরো তিন সঙ্গী পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলো- বরিশালের গৌরনদী থানার ঐজউদ্দিনের ছেলে মোঃ হান্নান হোসেন(৩৫) ও পুলিশ সদস্য রাশেদুল ইসলামের স্ত্রী মোসাঃ রিনা আক্তার।

হোটেল মালিক আবু বককর সিদ্দিক জানান, একজন মহিলা সহ চার ব্যক্তি আমার হোটেলে এসে র‍্যাব সদস্য পরিচয় দিয়ে, হোটেলের বিভিন্ন ক্রুটি দেখিয়ে বিশহাজার টাকা চাঁদাদাবি করে, অন্যথায় মামলা দিয়ে এক বছরের জেল ও অর্থ জরিমানার হুমকি প্রদান করে। তাদের আচার-আচরণ সন্দেহজনক হলে পরিচয় পত্র দেখতে চাই। একপর্যায়ে পরিচয় পত্র দিতে ব্যর্থ হলে আশেপাশের লোকজন কে ডাকাডাকির সময় তাদের মধ্যে তিনজন পালিয়ে যায়। পরে, নিকটস্ত বাসন থানার বিষয়টি অবগত করলে ঘটনাস্থলে পুলিশ এসে দুইজনকে গ্রেফতার করে নিয়ে যায়।

বাসন থানার ওসি(তদন্ত) মিজানুর রহমান জানান, খাবার হোটেলে ভুয়া র‍্যাব পরিচয়ে চাঁদাবাজি কালে দুইজন কে গ্রেফতার করা হয়। এ বিষয়ে, গ্রেফতারকৃত দুইজন ও পলাতাক আরো তিন জনের নামে প্রতারণা পূর্বক চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *