‘ধর্মনিরপেক্ষতা মানে কারও ধর্মের প্রতি আঘাত নয়’

Slider জাতীয়

file

 

মৌলভীবাজার  প্রতিনিধি; প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ। অনেক রক্তের বিনিময়ে আমরা এ দেশ স্বাধীন করেছি। আমরা এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্রত্যেকটা নাগরিকের একটা কর্তব্য আছে। এখানে যারা মেজরিটি আছেন তাদেরও কর্তৃব্য আছে। যারা মাইনরিটি কমিউনিটি তাদেরও কর্তৃব্য আছে। ধর্মনিরপেক্ষতা মানে এই নয় যে আমরা স্বাধীনভাবে এমন কিছু করব যাতে অন্যের ধর্মের প্রতি আঘাত আসে।
সোমবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শহরের রামকৃষ্ণ সেবা আশ্রমে দূর্গাপূজা পরিদর্শনে এসে  তিনি এসব বলেন। ধর্মীয় নেতৃবৃন্দের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, আপনারা এখানে কীর্তন করেন, ঢোল বাজান। কিন্তু অন্য ধর্মের যারা আশপাশে আছেন, যাদের মসজিদ আছে, র্গীজা আছে। পূজার সময় যাতে তাদের ব্যাঘাত না ঘটে। আমি আগেই জেনেছি যে, এখানে যারা আছেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ তারা পূজায় বেশ সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি অত্যন্ত আনন্দিত যে এখানে এত সুন্দরভাবে আপনারা ধর্মীয় উৎসব ভাবগার্ম্বীযের সাথে শান্তিপূর্ণভাবে পালন করছেন। এর আগে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অজয় কুমার দেব শ্রীমঙ্গলে এসে পূজামন্ডপ পরিদর্শন করায় প্রধান বিচারপতির প্রতি ভক্তবৃন্দের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান। এসময় মৌলভীবাজারের পুলিশ সুপার মো.শাহজালাল, সিনিয়র সহকারি পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শ্রীমঙ্গল উপজেলা কমিটির সভাপতি ডা.হরিপদ রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শুশীল শীল, পৌর পূজা উদযাপন কমিটির সম্পাদক সঞ্জয় রায় রাজু, শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদারসহ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *