মালিখালীতে প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Slider গ্রাম বাংলা
14625309_319893511700421_1808768529_n
প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বৃহত্তর বরিশাল থেকে; পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলাধীন মালিখালী ইউনিয়নের যথাক্রমে উত্তর সাচিয়া শতদল যুব সংঘ চত্বর, মালিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় (বড়ঘাট) এবং১৪ নং সাচিয়া লড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় লড়াতে যথাক্রমে শনি,রবি ও আজ সোমবার এই তিনদিন আত্মনির্ভরশীল জীবন গঠন ও প্রাণিসম্পদ উন্নয়নের লক্ষ্যে গবাদি পশু – পাখি পালন বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার ছিল এ প্রশিক্ষণ কর্মসূচির শেষ দিন। অনুষ্ঠানের আয়োজনে ছিল লড়া যুব সমাজ, উত্তর সাচিয়া শতদল যুব সংঘ ও মালিখালী কল্যানময় যুব সংঘ।লড়ার যুব সমাজের প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সহযোগিতা ও নেতৃত্বে ছিলেন বাসুদেব মন্ডল, পরিচালক এবিসি কোচিংগাজীপুর এবং রিপন কুমার বিশ্বাস জীবন, প্রাণিসম্পদ স্বেচ্ছাসেবী ২নং মালিখালী ইউনিয়ন, উত্তর সাচিয়া শতদল যুব সংঘের প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সহযোগিতা ও নেতৃত্বে ছিলেন তাপস কুমার দাস, প্রধান শিক্ষক উত্তর সাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং অনিমেশ কুমার বৈরাগী সিনিয়র সহকারি শিক্ষক আয়শা মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়। মালিখালী যুব সংঘের প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সহযোগিতা ও নেতৃত্বে ছিলেন অপূর্ব কুমার বসু, সিনিয়র শিক্ষক (ইংরেজী) করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর সদর,পিরোজপুর। অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী হিসেবে ছিলেন দৈনিক গ্রাম বাংলা নিউজ টুয়েন্টি ফোর ডট কম এর বরিশাল বিভাগীয় ব্যুরো চীফ ইংরেজি বিষয়ের প্রভাষক প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত ও বাসুদেব মন্ডল, পরিচালক, এবিসি কোচিং গাজীপুর ।তিনদিনের এ কর্মসূচির সুযোগ্য প্রশিক্ষক হিসেবে ছিলেন মালিখালী ইউনিয়নের কৃতি সন্তান ডা: দীনেশ চন্দ্র মজুমদার, ভেটেরিনারি সার্জন, মঠবাড়ীয়া, পিরোজপুর। এ প্রশিক্ষণের প্রধান প্রশিক্ষক হিসেবে এ ইউনিয়নের কৃতি সন্তান ডা: হিরন্ময় বিশ্বাস, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা, চরফ্যাশন, ভোলা এর উপস্থিত থাকার কথা থাকলেও পারিবারিক সমস্যার কারনে তিনি উপস্থিত থাকতে পারেননি কিন্তু ফোনে আয়োজকদের নির্দেশনা দিয়ে প্রশিক্ষনের সফলতায় সহযোগিতা করেছেন।প্রশিক্ষণের শেষ দিনে লড়া ১৪ নং সাচিয়া লড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৫জন প্রশিক্ষনার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন যথাক্রমে ডা: দীনেশ চন্দ্র মজুমদার, বাসুদেব মন্ডল ও প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত।প্রশিক্ষনার্থীবৃন্দ প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে অত্যন্ত খুশি ও উচ্ছসিত। তারা ডা: দীনেশ চন্দ্র মজুমদারের সুনিয়ন্ত্রিত মেধাদীপ্ত সর্বোপরি প্রাঞ্জল ভাষায় প্রশিক্ষণকে কৃতজ্ঞতাভরে সাধুবাদ জানিয়েছে। এত সুন্দর প্রশিক্ষণ ইতোপূর্বে তারা পাইনি বলেও উল্লেখ করেন।প্রশিক্ষণ শেষে লড়া যুব সমাজের পক্ষ থেকে ডা: হিরন্ময় বিশ্বাস ও ডা: দিনেশ চন্দ্রকে প্রাণিসম্পদ উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা পদকে ভূষিত করা হয়।প্রশিক্ষণ শেষে সবাইকে খাবারের প্যাকেট প্রদানের মাধ্যমে আপ্যায়ন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *