জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

Slider শিক্ষা

 

National_University_logo_992976377

 

 

 

 

গাজীপুর: গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেছেন অনার্স ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

নিশর্তে মাস্টার্স ২০১৩-১৪ সেশনে ভর্তির দাবিতে মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে ৫ শতাধিক শিক্ষার্থী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ ও বিক্ষোভ করেন। এসময় তারা ক্যাম্পাসে ইটপাটকেল ছুঁড়েন।

এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভিসির গাড়ি বেরিকেড দিয়ে রাখেন শিক্ষার্থীরা। পরে তারা ভিসি বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জাকির হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করলেও পরে শিক্ষার্থীরা মূল গেটের সামনে অবস্থান নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *