আফগানিস্তানে বোমা হামলায় নিহত -১৩

Slider সারাবিশ্ব

1453021906

 

 

 

 

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন।

রোববার এক গোত্র প্রধানের বাড়িতে আনন্দ-উৎসব চলাকালে হামলাটি চালানো হয় বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।তালেবানের বন্দিদশা থেকে ওই গোত্র প্রধানের ছেলের মুক্তি পাওয়া উদযাপন করতে অনেক লোক বাড়িটিতে জড়ো হয়েছিলেন। হামলায় গোত্র প্রধানের ওই ছেলেও নিহত হয়েছেন।এছাড়া গোত্র প্রধানসহ আরো অন্তত ১৪ জন আহত বোমার আঘাতে আহত হয়েছেন বলে জানান প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি।তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

নিজের ট্যুইটার একাউন্টে হামলায় দায় অস্বীকার করেছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।সাম্প্রতিক সপ্তাহগুলোতে তালেবানের সঙ্গে শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করার বেশ কিছু উদ্যোগ নিয়েছে আফগান সরকার। এ সময়টিতেই দেশজুড়ে বেশ কয়েকটি প্রাণঘাতী বোমা হামলা চালানো হয়েছে। গত সপ্তাহে একই শহরে একটি বড় ধরনের হামলা চালানোর দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। পাকিস্তান কন্স্যুলেটে চালানো ওই হামলায় সাতজন নিহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *