কলুষমুক্ত ঢাকার জন্য হেঁটে কোর্টে যাবেন প্রধান বিচারপতি

Slider জাতীয়

index

 

 

 

 

ঢাকা : রাজধানী ঢাকাকে পরিষ্কার-পরিছন্ন ও কলুষমুক্ত রাখতে প্রয়োজনে হেঁটে সুপ্রিমকোর্টে অফিস করবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও সুপ্রিম কোর্টের যৌথ আয়োজনে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি  বলেন, ‘দিল্লির মুখ্যমন্ত্রী শহরকে কলুষমুক্ত রাখতে গাড়ি চলাচলের ক্ষেত্রে জোড়-বিজোড় (একদিন জোড় নম্বরের গাড়ি ও তার পরের দিন বেজোড় নম্বরের গাড়ি চলাচলের অনুমতি) নিয়ম মেনে চলার কথা বলেছেন। সে সময় ভারতের প্রধান বিচারপতি কলুষমুক্ত নগরীর জন্য বাসে বা হেঁটে কোর্টে যাওয়ার কথা বলেছিলেন। উনার সঙ্গে একমত হয়ে আমিও একই কথা বলছি।’

এস কে সিনহা বলেন, ‘বাংলাদেশে কোনো মেয়র প্রথম এ কার্যক্রম হাতে নিয়েছে। এ জন্য তাকে সাধুবাদ জানাই।’

তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট পবিত্র জায়গা। এখানে আর্থিক ও জনবলের কারণে পরিষ্কার রাখতে পারছি না। সুপ্রিম কোর্টের ভেতরে একটি গার্ডেন আছে। যেটার সৌন্দর্যবর্ধনে সহযোগিতা করেছে সিটি করপোরেশন। উচ্চ আদালতের প্রতি মানুষের শ্রদ্ধা ও আস্থা বাড়াতে ওই গার্ডেনের মতো সুপ্রিম কোর্টের বাইরের অংশ করা দরকার।’

তিনি বলেন, ‘বুড়িগঙ্গায় সুয়ারেজ লাইনের সংযোগ বন্ধ করে বুড়িগঙ্গা ক্লিন করলে আমাদের ঢাকা আরো সুন্দর হবে। ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধান বিচারপতি।’

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিরুল ইসলাম পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘আমাদের ঢাকা বিভিন্ন সংকটে জর্জরিত। এর মধ্যে পরিচ্ছন্নতা অন্যতম। দক্ষিণ সিটি করপোরেশন তার জনবলের কথা চিন্তা করে ২০১৬ সালকে পরিচ্ছন্নতা বছর ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *