জার্মানিতে ফিরে এল রবি ঠাকুরের স্বর

সাহিত্য ও সাংস্কৃতি

jhjkh-300x197একটাই বিশ্ব’ এই দর্শনকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯২১ সালের ২ জুন বার্লিনের ফ্রেডরিচে উইলহেম বিশ্ববিদ্যালয়ের (বর্তমানে হামবল্ড বিশ্ববিদ্যালয়) সেমিনার হলের মঞ্চে এক হলেন আলবার্ট আইনস্টাইন ও রবীন্দ্রনাথ ঠাকুর। সেই মঞ্চ থেকেই এই নতুন দর্শন সবার মাঝে ছড়িয়ে দিলেন রবিঠাকুর।

প্রায় ৯৩ বছর পর ‘একটাই বিশ্ব’র রবি স্বর ফের বেজে উঠল জার্মানির সেই বিশ্ববিদ্যালয়ে। লাইব্রেরিতে উদ্ধার হল ১৯২১-এর সেই রবি ঠাকুরের বক্তব্যের রেকর্ড।

রবিঠাকুরের সেই ভাষণে প্রকাশ পেয়েছিল ভারতীয় সংগ্রাম, স্বাধীন চেতনার কথা। ভাষণের মধ্যে দিয়ে তিনি বার বারই সামনে এনেছিলেন দর্শনের স্বাধীনতাকে, চেতনা, ব্যক্তিত্বের স্বাধীনতাকে। এমনই বক্তব্য তিনি তুলে ধরেছিলেন জামার্নির বিশ্ববিদ্যালয় চত্বরে।

জার্মান কনসুলেট জানিয়েছেন, ‘এই সংগ্রহ আমাদের দেশের কাছে খুবই গর্বের সম্পদ। এই বক্তৃতার মধ্যে দিয়ে ভারতবর্ষের এই মহান দার্শনিকের দর্শনকে পৃথিবীর বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে সব রপকম প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রত্যেক দেশবাসীর তরফ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *