জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৩২ জন সাক্ষীর জবাবনবন্দি উপস্থাপন করে প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল আসামির সর্বোচ্চ শাস্তির প্রার্থনা জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
আজ মঙ্গলবার রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করে এই দাবি জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
মামলার আসামি খালেদা জিয়ার উপস্থিতিতে তিনি এদিন মামলার ৩২ সাক্ষীর জবাবনবন্দি উপস্থাপন করে যুক্তিতর্ক তুলে ধরেন।
পরে আদালত আগামীকাল বুধবার আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করেন।