ঢাকা-পার্বতীপুর রুটে আজ থেকে ঈদ স্পেশাল ট্রেন

Slider জাতীয়
ঢাকা-পার্বতীপুর রুটে আজ থেকে ঈদ স্পেশাল ট্রেন
ঈদে ঘরমুখো মানুষের বাড়ি যাওয়া ও কর্মস্থলে ফিরে যাওয়ার সুবিধার্থে আজ থেকে পার্বতীপুর-ঢাকা-পার্বতীপুর রেলরুটে ঈদ স্পেশাল ট্রেন চলাচল করবে।

ঈদ স্পেশাল ট্রেনটি আজ ২৯ আগস্ট থেকে ঈদের আগরে দিন পর্যন্ত চলাচল করবে এবং ঈদের পরের দিন থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলাচল করবে।

তবে ঈদের দিন ও ঈদের পরের দিন ট্রেন চলাচল বন্ধ থাকবে। ট্রেনের ভাড়া অন্যান্য আন্তঃনগর ট্রেনের সমপরিমাণ।ঈদ উপলক্ষে ঈদ স্পেশাল ট্রেন প্রতিদিন সকাল ৮টা ২০মিনিটে পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে ছেড়ে যাবে এবং বিকেল ৪টা ৪৫মিনিটে ঢাকায় পৌঁছাবে। একইভাবে ঈদ স্পেশাল ট্রেনটি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে বিকেল ৫টা ২০মিনিটে ছেড়ে এসে রাত ৩টায় পার্বতীপুর রেলওয়ে জংশনে পৌঁছাবে।

এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে ষ্টেশন মাষ্টার শোভন রায় জানান, ঈদের আগে ও পরে ভীড় এড়াতে এবং যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ঈদ-উল-আযহাকে সামনে রেখে ১৫টি কোচ নিয়ে পার্বতীপুর-ঢাকা রুটে ঈদ স্পেশাল ট্রেন চলাচল করবে। পার্বতীপুর-ঢাকা রুটে ঈদ স্পেশাল ট্রেনে আসন রয়েছে ১১০০ টি। এর মধ্যে প্রথম শ্রেণি ৫২টি এবং চেয়ার ৮০ এবং বাকী সব শোভন সাধারণ আসন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *