গুগল সার্চে এবারও শীর্ষে সানি আর দ্বিতীয়…

Slider বিনোদন ও মিডিয়া

1541213-sunnyleone-1508945324-513-640x480

 

 

 

 

 

 

বলিউডের সবচেয়ে আলোচিত অভিনেত্রী সানি লিওন। এ ছাড়াও তিনি বলিউডের সবচেয়ে বিতর্কিত নায়িকাও।

তবে বিতর্কিত হলেও জনপ্রিয়তায় তিনি ছাড়িয়ে গিয়েছেন অনেক বড় নায়িকাদের। এবার সেটাই প্রমাণ করে দিল সার্চ ইঞ্জিন গুগল। গুগল সার্চের মতে, ভারতীয় তারকাদের মধ্যে এবারও গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে বলিউড সেনসেশন সানি লিওনকে। গত বছরও তিনি অনুসন্ধানে শীর্ষে ছিলেন। এবারও সেই স্থান ধরে রেখেছেন এই সাবেক পর্নস্টার।

তবে এই তালিকায় দ্বিতীয় স্থানে কে এসেছে তা জেনে আপনিও অবাক হয়ে যাবেন। এবার গুগল সার্চে সবচেয়ে বেশি খোঁজা তারকার মধ্যে দ্বিতীয় হলেন আরশি খান। যিনি বিগ বস রিয়েলিটি শোর প্রতিযোগী। বলিউডের এত বড় তারকাদের টপকে তার নাম এই পর্যায়ে চলে যাবে, এটা হয়তো কেউই ভাবেনি।

উল্লেখ্য, পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত সার্চ ইঞ্জিন গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এমন ১০ জন ব্যক্তির তালিকা প্রকাশ করে থাকে। সেখানে তৃতীয় স্থানে রয়েছেন হরিয়ানার গায়িকা ও নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরী। অন্য স্থানগুলোতে আছেন যথাক্রমে বিদ্যা ভক্স, দিশা পাটনি, সুনীল গ্রোভার, শিল্পা শিন্ডে, বান্ডাগি কালরা, সাগরিকা ঘটক ও রানা ডাজ্ঞুবতী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *