বরিশালে মাহমুদুর রহমানের বিরুদ্ধে নালিশি অভিযোগ

Slider বরিশাল

mahamudurbg-f20160907172951

 

 

 

 

‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে বরিশাল আদালতে নালিশি অভিযোগ দায়ের করা হয়েছে। আজ রবিবার বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি মামলাটি দায়ের করেন বরিশাল জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক এ্যাডভোকেট কাউয়ুম খান কায়সার।

 

১ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি) আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিককে নিয়ে অপত্তিকর, মানহানি ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ এনে এ মামলা দায়ের করো হয়েছে। আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন অভিযোগটি আমলে নিয়ে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সমন জারী করেছে। আগামী ২৯ ডিসেম্বর স্বশরীরে আদালতের হাজির হওয়ার নিদের্শ দিয়েছে।

মামলার প্রধান আইনজীবি এ্যাড. আব্দুল খালেক মানা জানান, গত ১ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি) আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকী সম্পর্কে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেন। এই বক্তব্য ইউটিউবের মাধ্যমে জানার পর বাদী বিক্ষুদ্ধ হয়ে মামলাটি দায়ের করেছেন। আগামী ২৯ ডিসেম্বর স্বশরীরে মাহমুদুর রহমানকে আদালতের হাজির হওয়ার নিদের্শ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *