সানিকে ঠেকাতে

Slider বিনোদন ও মিডিয়া

 

Sunny-Leone-5

 

 

 

 

 

 

 

নববর্ষের আগের রাতে বেঙ্গালুরুতে ‘সানি নাইট ইন বেঙ্গালুরু এনওয়াইই ২০১৮’ নামে একটি অনুষ্ঠানে সানি লিওনের নাচার কথা ছিল। সেই ঘোষণার পর থেকেই নানা জায়গায় বিক্ষোভ করে কর্ণাটক রক্ষণা বৈদিক যুব সেনার সদস্যরা।

তাদের দাবি, সানির অনুষ্ঠান বাতিল না করলে ৩১ ডিসেম্বর প্রকাশ্য রাস্তায় গণ-আত্মহত্যার মতো ঘটনা ঘটবে। সংগঠনের সম্পাদক হরিশ বলেন, ‘সানির অতীত ভালো নয়। ও যেসব পোশাক পরে, সেটাও আমরা সমর্থন করি না। সানি যদি শাড়ি পরে নাচে, তাহলেই আমরা দেখতে যাব। না হলে আত্মহত্যা করব। ’

এ নিয়ে দ্বিতীয়বারের মতো সানির অনুষ্ঠানের বিরোধিতা করল কর্ণাটক রক্ষণা বৈদিক যুব সেনা। প্রথমবারের মতো এবারও তারা সফল। কেননা প্রতিবাদের ২৪ ঘণ্টা না পেরোতেই অনুষ্ঠানের অনুমতি বাতিল করেছেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী রামলিঙ্গ রেড্ডি। তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলাজনিত সমস্যার কারণে এ অনুষ্ঠানের অনুমতি বাতিল করছি।

’ এ বিষয়ে সানির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *