সরকার দলীয় প্রার্থী নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে: রিজভী

Slider রাজনীতি

Ruhul-Kabir-Rizvi

 

 

 

 

 

রসিক নির্বাচনে সরকারদলীয় প্রার্থী নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার সকালে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের ৮৫তম জন্মদিনের অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, এ ব্যাপারে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। নির্বাচন কমিশন সে ব্যাপারে নির্বিকার।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, কবি আব্দুল হাই শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুবউল্লাহ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *