শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে প্রতিপক্ষকে ঘায়েল করতে কলেজ ছাত্রের বিরুদ্ধে ধর্ষণ মামলা করার অভিযোগ পাওয়া গেছে। ৯ ডিসেম্বর শনিবার দুপুরে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে কলেজছাত্রের পরিবারসহ ভুক্তভোগী অসহায় দুই পরিবার এলাকাবাসীদের সাথে নিয়ে সংবাদ সম্মেলন করেন। জানা গেছে, স্থানীয় আদিব ডাইং কারখানার পোশাক শ্রমিক শ্রাবন্তী রানী বর্মন উপজেলার মুলাইদ গ্রামের মো: নুরুল ইসলামের পুত্র ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটে অধ্যয়নরত ছাত্র মনির হোসেন ও আব্দুল আউয়ালের পুত্র মোবারক হোসেনের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার নং ২০(১২)১৭। সংবাদ সম্মেলনে মনির হোসেনের ভাই মোফাজ্জল হোসেন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবত এলাকার আ’লীগ নেতা শফিক মোড়লসহ আরও কয়েকজনের সাথে ডিশ ব্যবসা নিয়ে আমাদের পরিবারের লোকজনের দ্বন্ধ চলছিল। আমাদেরকে ঘায়েল করতেই স্থানীয় দালাল শহিদকে নিয়ে কথিত এক পোশাক শ্রমিককে দিয়ে আমার ভাইয়ের বিরুদ্ধে ধর্ষনের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। মামলার অপর আসামী মোবারক হোসেনের পিতা আব্দুল আউয়াল অভিযোগ করে বলেন, স্থানীয় আ’লীগ নেতা শফিক মোড়লের ভাইজি জামাতা মো: সবুজ ও তার ভাই এনামুলের সাথে জমি ও হত্যা মামলা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মামলা তুলে নেওয়ার জন্যও প্রতিপক্ষরা একাধিকবার হুমকি দেয়। মামলা প্রত্যাহার না করায় আমার ছেলেকেও ধর্ষণ মামলায় জড়িয়ে হয়রানি করছে। মামলার বাদী পোশাক শ্রমিক শ্রাবন্তী রানী বর্মনের সাথে এ ব্যাপারে কথা বলার চেষ্টা করলে তিনি কিছু বলতে রাজী হননি। এ ব্যাপারে স্থানীয় আ’লীগ নেতা শফিক মোড়ল জানান, মামলার ব্যপার আমার জানা নেই।
মামলার তদন্তকারী কর্মকর্তা আজাহারুল ইসলাম জানান, অভিযোগের প্রেক্ষিতে মামলা নেয়া হয়েছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষার রিপোর্ট ও তদন্ত শেষে ঘটনার মূল রহস্য বেড়িয়ে আসবে।