পরীক্ষা দিতে গিয়ে ব্রেইন স্ট্রোকে স্কুলছাত্র

Slider ঢাকা

132034A-Nur

 

 

 

 

পরীক্ষা দিতে গিয়ে শ্রেণিকক্ষেই ব্রেইন স্ট্রোক করেছে মো. বায়েজিদ নামের স্কুলছাত্র। সে দোহার উপজেলার জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

ওই বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক নজরুল ইসলাম খান বলেন, আজ মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল বায়েজিদের। সে কক্ষে পরীক্ষা দিচ্ছিল সে কক্ষেই দায়িত্ব পালন করছিলাম আমি। হঠাৎ ওকে অসুস্থ দেখে আমি ওর নাম-ঠিকানা জিজ্ঞাসা করি, সে কিছুই বলতে পারে না। ছেলেটির এমন অবস্থা দেখে দ্রুত আমি ওকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ছেলেটির সার্বিক অবস্থা দেখে ব্রেইন স্ট্রোকের কথা জানান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। অভিভাবকরা ছেলেটিকে নিয়ে ঢাকায় রওনা দিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন জানান, ছেলেটির সার্বিক অবস্থা থেকে প্রাথমিকভাবে মনে হচ্ছে সে ব্রেইন স্ট্রোক করেছে। অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে ঢাকায় পাঠিয়েছি।

বায়েজিদ দোহারের উত্তর জয়পাড়া গ্রামের সৌদি প্রবাসী আবুল কালামের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *