বিশ্বকাপের ট্রফি উঠবে পদ্মা সেতুতে

Slider খেলা

ভারতে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্টটি শুরুর আগে নিয়মানুযায়ী ট্রফি বের হয়েছে বিশ্বভ্রমণে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও আসবে এই ট্রফি।

বর্তমানে পাকিস্তানে আছে ট্রফিটি। সেখান থেকে যাবে শ্রীলংকায়, এরপর ৭ আগস্ট আসবে বাংলাদেশে। ৭, ৮ ও ৯ আগস্ট মোট ৩ দিন ট্রফিটি থাকবে ঢাকায়। বাংলাদেশে আসার পর এবার ট্রফিটি উঠবে পদ্মা সেতুতেও। দেশের শীর্ষ একটি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

পদ্মা সেতুতে শুধু ফটোসেশন করার জন্যই যাবে ট্রফিটি। সেখানে দেখার সুযোগ থাকবে না সাধারণ দর্শকদের। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে সাধারণ জনতার জন্য ট্রফিটি উন্মুক্ত করা হতে পারে। আর ক্রিকেটাররা মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ট্রফিটি দেখা ও ফটোসেশনের সুযোগ পাবেন।

গত ২৭ জুন ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের এই ট্রফিটি উন্মোচন করা হয়। আর বিশ্বভ্রমণে বের হয় ১৪ জুলাই। আগামী ৪ সেপ্টেম্বর আবারও ভারত যাওয়ার আগে ট্রফিটি ভ্রমণ করবে ১৭টি দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *