এবার শারীরিক সম্পর্কের প্রথম পুরুষের মতো সন্তান‍!

বিচিত্র

baby4-655x360ডেস্ক : এতদিন সকলে জানতেন যে সন্তানকে দেখতে তার বাবার মতই হয়৷ অর্থাৎ একজন মহিলা যার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করবেন তার সন্তানই ওই পুরুষের মতই দেখতে হবে৷ কিন্তু এবার এই ধারণা সম্পূর্ণ বদলাতে চলেছে৷
সম্প্রতি এক গবেষণায় জানা গিয়েছে যদি কোনও মহিলা বিয়ের আগে অন্য পুরুষের সঙ্গে সহবাস করে থাকেন তবে তার সন্তানকে তার স্বামীর মত দেখতে নাও হতে পারে৷ এমনও হতে পারে সন্তানের চেহারা একেবারেই তার প্রাক্তন প্রেমিকের মত৷
নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিকরা সম্প্রতি গবেষণা করে দেখেছেন একজন মহিলা প্রথম যখন কোনও পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তখন মহিলার অপরিপক্ক ডিম্বাণু শুক্রাণুর কিছু অণুকে নিজে থেকেই অবশোষিত করে নেয়৷ এর প্রভাব পরবর্তী ক্ষেত্রে দেখা যায়৷
রিপোর্টে দেখা গিয়েছে যখন সেই মহিলাই অন্য পুরুষের সঙ্গে মিলিত হয়ে সন্তানের জন্ম দেন তখন প্রাক্তন প্রেমিকের শুক্রাণু গর্ভজাত সন্তানের রঙ-রূপ বদলে দিতে পারে৷ এমনও হতে পারে যে নবজাতক শিশুর চেহারা মহিলার প্রাক্তন প্রেমিকের সঙ্গে হুবহু মিলে যায়৷
গবেষকেরা জানিয়েছেন, এই গবেষণা চলাকালীন তারা দেখেছেন যে অনেক মহিলাই জানিয়েছেন তাদের প্রথম সন্তানের চেহারা, গায়ের রঙ, উচ্চতা কোনও কিছুই তার স্বামীর সঙ্গে মিলছে না৷ বরং সন্তানের সঙ্গে তার প্রাক্তন প্রেমিকের মিল রয়েছে৷ সম্প্রতি এই গবেষণাটি ‘ইকোলজি জার্নাল’এ প্রকাশিত হয়েছে৷ এছাড়াও গবেষকেরা জানিয়েছেন এই গবেষণা অন্যান্য গবেষণাতেও সাহায্য করবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *