বালিতে আগ্নেয়গিরি থেকে ধোঁয়া নির্গত, অনেক ফ্লাইট বাতিল

Slider সারাবিশ্ব

145956469082_kalerkantho_pic

 

 

 

 

ডেস্কঃ চলতি সপ্তাহে ইন্দোনেশিয়ার পর্যটন কেন্দ্র বালিতে আগ্নেয়গিরি থেকে ধোঁয়া উদগীরণ দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে। অনেক ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

এর ফলে বালিতে কয়েক হাজার পর্যটক আটকা পড়েছেন। আজ রবিবার কর্মকর্তারা এ কথা জানান। খবর এএফপি’র।বালির নাগরাহ রাই বিমান বন্দরের মুখপাত্র এরিয়ে আসোনারহিম বলেন, মাউন্ট আগং আগ্নেয়গিরি থেকে রবিবার অগ্ন্যৎপাত শুরু হয়েছে। প্রায় ৪ হাজার মিটার (১৩ হাজার ১২৩ ফিট) উচ্চতায় ধোঁয়া ছড়িয়ে পড়ছে। ফলে অন্তত ২৮টি ফ্লাইটের আসা-যাওয়া বিঘ্নিত হয়েছে। এতে অন্তত দুই হাজার পর্যটক আটকা পড়েছে।

এর আগে গত বুধবারও আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। তখন থেকে সমগ্র এলাকার ২৫ হাজার বাসিন্দাকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

উল্লেখ্য, মাউন্ট আগং আগ্নেয়গিরি থেকে সর্বশেষ ১৯৬৩ সালে অগ্ন্যুৎপাত হয়েছিলো। তখন ১৬ শরও বেশি লোকের প্রানহানি ঘটেছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *