৬৮ কোটি টাকার সাপের বিষসহ আটক ৫

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা সারাদেশ

74226_111

গ্রাম বাংলা ডেস্ক:  জয়পুরহাটে ৬৮ কোটি টাকার সাপের বিষসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার গভীর রাতে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলা থেকে তাদের আটক করা হয়। র‌্যাব জানায়, উদ্ধার হওয়া গোখরা সাপের ১২ পাউন্ড বিষের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮ কোটি টাকা।
আটক ব্যক্তিরা হলেন এম মনসুর রহমান (৫৫), এনামুল হক (৩৮), মোত্তালেব হোসেন (৩৪), তোজাম্মেল হোসেন (৩০) ও মোত্তাসিন বিল্লাহ (১৮)।
গভীর রাতে উপজেলার বাঘাপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে কাচের ছয়টি জার উদ্ধার করা হয়। ওই জার ছয়টিতে গোখরা সাপের মোট ১২ পাউন্ড বিষ পাওয়া যায়। এর পর তাঁদের দেয়া তথ্যে জয়পুরহাট শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়। এই দুজনের কাছে বিষের জারগুলো পৌঁছে দেয়ার কথা ছিল প্রথম তিনজনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *