জাতীয় অনুর্ধ-১৮ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭-১৮ এ সেরা হয়েছে ফরিদপুর জেলা দল। এ উপলক্ষে আজ বুধবার বিজয়ী দলের খেলোয়ারদের জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিভিন্ন উপহার তুলে দেন জেলা প্রশাসক।
ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এএসএম আহসান তুহিন জানান, গত ৮ নভেম্বর থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে আটটি জেলা দল অংশ নেয়। শরীয়তপুর স্টেডিয়ামে এ প্রতিযোগিতায় চুড়ান্ত খেলায় অংশ নেয় ফরিদপুর জেলা দল ও ঢাকা জেলা দল। এ খেলায় ঢাকা জেলা দলকে ৪৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফরিদপুর জেলা দল। টুর্নামেন্টের ম্যাচ সেরা খেলোয়ার হন ফরিদপুর জেলা দলের সিফাত সাদি খান।
তিনি বলেন, আমরা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিজয়ী খেলোয়ারদের ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছি।
ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, আমাদের ছেলেরা আগে যে কোনো সময়ের চেয়ে এখন অনেক ভাল মানের ক্রিকেট খেলা উপহার দিচ্ছে।
তিনি আরো বলেন, আমরা সকলেই মিলেই চেষ্টা করছি তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে। এ ক্ষেত্রে অভিভাবকদের এগিয়ে আসতে হবে।
।