এ কথা অনেকেই জানেন যে, বহু দিন ধরে আত্মজীবনী লেখার কাজ করছেন বলিউডের কিং খান শাহরুখ। সেই বইটির নাম ‘টুয়েন্টি ইয়ারস ইন আ ডিকেড’। এর কিছু অংশ নিয়ে কিছুটা টুইট চালাচালি হয়েছে সম্প্রতি।
শাহরুখ খানের এই আত্মজীবনীর বইটি নিয়ে স্ক্রিনপ্লে রাইটার নিরাজ উধহানি টুইটারে একটি ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন, যদি এটি সেই বইটি হয় যা তিনি লিখছেন, তবে শেষ করার জন্য তার অপেক্ষায় থাকতে পারছি না আমি। আর এটি কেনার প্রথম লাইনে আমি থাকবো।
এর বিপরীতে শাহরুখ টুইট করেছেন, কিন্তু এই ঝামেলাটি শেষ হবে বলে মনে হয় না। এর বহু পাতা খালি পড়ে রয়েছে এবং এদের ভরতে হবে।
২০১১ সালে শাহরুখ বলেছিলেন যে, বলিউডে তার অভিজ্ঞতা এবং এ জগতে নিজের সফর নিয়ে একটি বই লিখবেন। তিনি আরো লিখেছিলেন যে, ১৯৯১ থেকে ২০০১ সালের মধ্যে তিনি জীবনের ২০ বছরের সমান কাজ করে ফেলেছিলেন। আর এ যুগেই তিনি ২০ বছরের কাজ করেছেন বলে মনে করেন। এ অনুভব থেকেই বইয়ের শিরোনাম ঠিক করেছেন শাহরুখ।
সূত্র : ইন্ডিয়া টাইমস
শাহরুখ খানের এই আত্মজীবনীর বইটি নিয়ে স্ক্রিনপ্লে রাইটার নিরাজ উধহানি টুইটারে একটি ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন, যদি এটি সেই বইটি হয় যা তিনি লিখছেন, তবে শেষ করার জন্য তার অপেক্ষায় থাকতে পারছি না আমি। আর এটি কেনার প্রথম লাইনে আমি থাকবো।
এর বিপরীতে শাহরুখ টুইট করেছেন, কিন্তু এই ঝামেলাটি শেষ হবে বলে মনে হয় না। এর বহু পাতা খালি পড়ে রয়েছে এবং এদের ভরতে হবে।
২০১১ সালে শাহরুখ বলেছিলেন যে, বলিউডে তার অভিজ্ঞতা এবং এ জগতে নিজের সফর নিয়ে একটি বই লিখবেন। তিনি আরো লিখেছিলেন যে, ১৯৯১ থেকে ২০০১ সালের মধ্যে তিনি জীবনের ২০ বছরের সমান কাজ করে ফেলেছিলেন। আর এ যুগেই তিনি ২০ বছরের কাজ করেছেন বলে মনে করেন। এ অনুভব থেকেই বইয়ের শিরোনাম ঠিক করেছেন শাহরুখ।
সূত্র : ইন্ডিয়া টাইমস