চার্চে হত্যাকাণ্ড, ভয়ানক হৃদয়বিদারক : ট্রাম্প

Slider সারাবিশ্ব

1100313_kalerkantho_pic

 

 

 

 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের টেক্সাসে চার্চে ঢুকে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহতের ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন। এ ঘটনাটিকে তিনি ভয়ানক হৃদয়বিদারক হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করেছেন।

ভয়ানক এই অপরাধের তদন্ত করতে স্থানীয় সব কর্তৃপক্ষকে এবং টেক্সাস অঙ্গরাজ্যকে পূর্ণ সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই দুঃখ ভাষায় প্রকাশ করার মতো নয় বলেও জানান ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এটি ভয়ংকর গুলির ঘটনা। ফেডারেল সরকারকে এ বিষয়ে পুরোপুরি সহায়তা করা হবে।

জাপান সফররত ট্রাম্প বলেন, প্রার্থনা করার জায়গায় এ ধরনের হামলা হয়েছে। এটি হৃদয়বিদারক। এর বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, স্থানীয় সময় রবিবার সকালে ব্যাপটিস্ট চার্চে ঢুকে এক বন্দুকধারী গুলি ছোড়ে। এতে কমপক্ষে ২৬ জন নিহত হয়।

হামলাকারী কালো পোশাক পরা ছিল বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। তিনি ব্যালিস্টিক ভেস্ট পরা ছিলেন। বন্দুকধারীর হামলার উদ্দেশ্য পরিষ্কার বোঝা নয়।

সরকারি কোনো সূত্রে ওই বন্দুকধারীর পরিচয় জানানো হয়নি। তবে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, তাঁর নাম ডেভিন প্যাট্রিক (২৬)। তাঁকে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। হামলার পর ওই বন্দুকধারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে হামলায় হতাহত ব্যক্তিদের স্বজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *