নিউইয়র্কে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত

সারাবিশ্ব
image_156766.duaa nyযুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় কুইন্সের উডসাইডের একটি রেস্তোঁরায় অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে শিক্ষা জীবনের নানা স্মৃতিচারণ তুলে ধরেন বক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্মৃতিচারণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকের ছাত্র ছিলেন তিনি। নিউ ইয়র্কের আয়োজিত ওই অনুষ্ঠানে তাঁর কোনো সহপাঠী উপস্থিত ছিলেন না। তবুও তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করেন।
নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশ কনসাল কনসাল জেনারেল শামিম আহসান সস্ত্রীক অনুষ্ঠানে যোগ দেন। তাঁরা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। কনসাল জেনারেল বলেন, তিনি খুবই অভিভূত এ ধরনের একটি সংগঠনের আয়োজনে অংশ নিতে পেরে।
অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এস আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান। এতে অন্যদের মধ্যে স্মৃতিচারণ করেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ হোসেন খান, মাসুম মোহাম্মদ মহসীন, মোর্শেদ আলম, অন্যতম সহসভাপতি এ কে আজাদ তালুকদার, কোষাধ্যক্ষ গাজী শামছুদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *