ইমরান হাসমি, উদিতা গোস্বামী, দিনো মোরিয়া অভিনীত রোমাঞ্চকর ছবি অকসর মুক্তি পায় ২০০৬ সালে। হিমেশ রেশমিয়ার গানে দুলে উঠেছিল আট থেকে আশি।
অনন্ত মহাদেবন পরিচালিত সেই ছবিরই এবার সিক্যুয়েল হতে চলেছে ‘অকসর টু’। তবে, ছবির অভিনেতা-অভিনেত্রীর তালিকায় আসছে আমূল পরিবর্তন। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে জারিন খান, গৌতম রোড, অভিনব শুক্লকে। শুধু তাই নয়, রোমাঞ্চে ভরা এই ছবি দিয়েই বলিউডে অভিষেক হতে চলেছে ক্রিকেটার শ্রীসন্থের।
ট্রেড অ্যানালিস্ট এবং ফিল্ম সমালোচক তরণ আদর্শ ছবির নতুন পোস্টার টুইটারে পোস্ট করেছেন। ছবিতে আরো বোল্ড লুকে দেখা যাবে জারিন খানকে। চলতি বছরেরই ১৭ নভেম্বর মুক্তি পাবে ‘অকসর টু’। সূত্র: ইন্টারনেট