আইফোন ১০ বিক্রির ওপর নির্ভর করছে অ্যাপলের মিলিয়ন ডলারের প্রতিষ্ঠান হওয়া না-হওয়া। বিশ্বের কোনো প্রতিষ্ঠান এর আগে এ মর্যাদা লাভ করেনি।
তাই বিষয়টি নিয়ে বহু মানুষই বেশ আগ্রহী হয়ে উঠেছেন।বর্তমানে অ্যাপলের বাজার মূলধন পৌঁছেছে প্রায় ৯০ হাজার কোটি ডলারে। এখন আইফোন ১০ যদি ব্যবহারকারীদের আস্থা অর্জন করে এবং বিক্রি বৃদ্ধি পায় তাহলে দ্রুত প্রতিষ্ঠানটির বাজার মূলধনও বেড়ে যাবে।
গত বৃহস্পতিবার এ বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের আর্থিক খতিয়ান প্রকাশ করেছে অ্যাপল। এ প্রান্তিকে অ্যাপলের রাজস্ব আয় ৫ হাজার ২৬০ কোটি ডলারে পৌঁছেছে, যা এক বছর আগের একই প্রান্তিকের তুলনায় ১২ শতাংশ বেশি। শেয়ার প্রতি অ্যাপলের আয় হয়েছে ২ দশমিক শূন্য ৭ ডলার, যা এক বছর আগের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ বেড়েছে।
পরিসংখ্যানে প্রকাশ, চতুর্থ প্রান্তিকের রাজস্ব আয়ের ৬২ শতাংশ এসেছে বৈশ্বিক বাজারে পণ্য বিক্রি থেকে। গত প্রান্তিকের আর্থিক খতিয়ান প্রকাশের পর অ্যাপলের বাজার মূলধন পৌঁছেছে ৯০ হাজার কোটি ডলারে। আর ১০ হাজার কোটি ডলার বাড়লেই অ্যাপলের এক ট্রিলিয়ন ডলারের স্বপ্ন সফল হবে।
গতকাল থেকে আইফোন টেনের বিক্রি শুরু হয়েছে। অ্যাপল ডিভাইস প্রেমীদের মধ্যে ডিভাইসটি ব্যাপক সাড়া ফেলবে বলে মনে করা হচ্ছে। বিক্রি শুরুর পর পরই বিশ্বের অনেক দেশে অ্যাপল স্টোরের বাইরে বিপুলসংখ্যক মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
সূত্র : রয়টার্স