হালদা মুক্তি পাচ্ছে ১ ডিসেম্বর

Slider বিনোদন ও মিডিয়া

তৌকীর আহমেদ পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘হালদা’ আসছে ডিসেম্বর মাসে। কিন্তু তারিখ নিশ্চিত ছিল না।

সোমবার লাইভে এসে ছবিটি মুক্তির তারিখ নিশ্চিত করেছেন তৌকীর আহমেদ, জাহিদ হাসান এবং নুসরাত ইমরোজ তিশা। বিজয়ের মাসের প্রথম ছবি হতে যাচ্ছে এটি।

এ প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, এর আগে আমার যতগুলো চলচ্চিত্র মুক্তি পেয়েছে কোনোটারই তেমন প্রচার-প্রচারণা করা হয়নি। তবে এবার আমরা ‘হলদা’ ছবিটি সবার কাছে পৌঁছে দিতে বেশ ভালোভাবে প্রচারণায় নেমেছি। বর্তমানে প্রচারণার অনেক গুরুত্বপূর্ণ মাধ্যম ফেসবুক। তাই ফেসবুক লাইভে এসে এই ছবির মুক্তি তারিখ ঘোষণা করলাম। বিজয় দিবসের প্রথম ছবি হিসেবে হালদা মুক্তি পাবে ১ ডিসেম্বর। আশা করি সকলকে আমাদের পাশে পাবো।

মুক্তির তারিখ ঘোষণার পাশাপাশি ছবিটির একটি গান গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়।

পিন্টু ঘোষ ও সানজিদা মাহমুদ নন্দিতার কণ্ঠে ‘নোনা জল’ শিরোনামের গানটি প্রকাশ পায় টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে। প্রকাশের পরপরই গানটি প্রশংসায় ভাসছে।

‘হালদা’ ছবির গল্প লিখেছেন আজাদ বুলবুল। পরিচালনার পাশাপাশি ছবিটির চিত্রনাট্য লিখেছেন তৌকীর আহমেদ নিজেই।

ছবিটির প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন- জাহিদ হাসান, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা এবং ফজলুর রহমান বাবু। এতে আরও আছেন- দিলারা জামান, শাহেদ আলী, রুনা খান প্রমুখ। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।

‘হালদা’ বাংলাদেশ ও বিশ্বব্যাপী পরিবেশনা করতে যাচ্ছে দি অভি কথাচিত্র। দেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবার কথা রয়েছে। এছাড়া বিশ্বের প্রায় ১৬টি দেশে ছবিটি মুক্তি পাবে বলে জানা যায়।

দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীকে ঘিরে ছবিটি নির্মিত হয়েছে।   ‘হালদা’ চলচ্চিত্র নির্মাতা তৌকীরের পঞ্চম ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *