চট্টগ্রাম সার্কিট হাউসে খালেদা জিয়া

Slider রাজনীতি
d303e3d9ced997ce2b9bd69ee699cd56-59f485c429988
চট্রগ্রাম: মিয়ানমারের জাতিগত নিধনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা দেখতে কক্সবাজারের উদ্দেশ্যে চার দিনের সফরে চট্টগ্রাম পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও বাধার মুখে খালেদা জিয়া শনিবার রাত ১০টা ৫০ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছান।

এ সময় খালেদা জিয়াকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপি নেতা মীর মো. নাসিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

খালেদা জিয়ার সঙ্গে থাকা বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সাংবাদিক ও বিএনপি নেতাকর্মীদের ওপর যে হামলা হয়েছে সেটি নিন্দনীয়- যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন খালেদা জিয়া।

শিমুল বিশ্বাস আরও জানান, খালেদা জিয়ার নির্দেশে তিনি হামলার শিকার সাংবাদিকদের খোঁজখবর নিয়েছেন।

এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে রওনা হন বিএনপি প্রধান।

বিএনপি চেয়ারপারসনের এই বহরের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ নেতারা রয়েছেন।

খালেদা জিয়া আগামী সোমবার কক্সবাজারের উখিয়ার বালুখালী, বোয়ালমারা ও জামতলী রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *