দীপাবলি রোলার রং আর প্রদীপের আলোয় এদিন চারদিকে হয়ে উঠবে উৎসবমুখর। বাড়ি বাড়ি তৈরি হবে নানা রকম মণ্ডা-মিঠাই। বন্ধু আর পরিবারের মানুষদের নিয়ে দীপাবলিতে হবে অনেক হইচই। বলিউড তারকাদের বদৌলতে অবশ্য দীপাবলির কয়েক দিন আগে থেকেই পাওয়া গেছে এ উৎসবের আমেজ। শিল্পপতি মুকেশ আম্বানির বাড়িতে সম্প্রতি আয়োজন করা হয়েছিল এক বিশাল পার্টির। দীপাবলির আগে এক ছাদের নিচে সবাই মিলে আনন্দ-ফুর্তি করাই ছিল উদ্দেশ্য। এ ছাড়া শাহরুখ খান, অর্পিতা খান শর্মা, একতা কাপুরও দীপাবলি উপলক্ষে বলিউড তারকাদের দাওয়াত করেছিলেন। তারকারা হাজির হয়েছিলেন উৎসবের সাজে। তাঁদের জমকালো সাজপোশাকে রাতগুলো হয়ে উঠেছিল আরও রঙিন।
দীপাবলির আগে বোন শ্বেতা নন্দা, ভাগনি নব্য নাভেলি ও অন্যান্যের সঙ্গে বলিউড তারকা অভিষেক বচ্চন
ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির জমকালো দীপাবলির দাওয়াতে পশ্চিমা পোশাকে এসেছিলেন কঙ্গনা রনৌত
সাদা আর সোনালি রঙে জমকালো কারিশমা কাপুর
সাবেক প্রেমিক সালমান খানের বোনের পার্টিতে লাল রঙের লেহেঙ্গায় সেজেছিলেন ক্যাটরিনা কাইফ
স্বামী সাহিল সংঘকে নিয়ে দীপাবলির একটি দাওয়াতে দিয়া মির্জা
বলিউডের নতুন নায়িকা আথিয়া শেঠির লেহেঙ্গাটি দীপাবলি উৎসবের জন্য যথার্থ
বলিউড তারকা রিতেশ দেশমুখের পোশাকেও পাওয়া গেল উৎসবের আমেজ