শুধু ঢাকার ফেসবুক ব্যবহারকারীরা চলতি মাসে ৫ কোটি ৭৫ লাখ ‘লাভ রিঅ্যাকশন’ ব্যবহার করেছেন? বিস্ময়কর হলেও সত্য, বিশ্বের বৃহৎ সোশাল মিডিয়া ফেসবুক এমনটাই জানাচ্ছে। অর্থাৎ মাত্র ১৫ দিনে এই প্রতিক্রিয়া দেখিয়েছে ঢাকার ফেসবুক ব্যবহারকারীরা।
উল্লেখ, ফেসবুকে লাইকের পাশাপাশি বিভিন্ন প্রতিক্রিয়া জানানোর জন্য বিভিন্ন প্রতীক সংবলিত বাটন যুক্ত করে। এরই একটি অংশ হলো ‘হার্ট সিম্বল’ যা দিয়ে ভালোবাসা প্রকাশ করা হয়। ফেসবুকে এই বাটন যুক্ত করায় অনেকেই খুশি, অবশ্য এর অত্যাধিক ব্যবহার অনেকের জন্য বিব্রতকরও বটে।
আমরা সবাই মিলেই পৃথিবীকে সুন্দর করে গড়তে পারি এমন বার্তা দিয়েই ফেসবুক জানালো এমন তথ্য। ফেসবুক বলছে, এই মাসে আপনার সহায়তার সাথে ঢাকার জনগণ ৫ কোটি ৭৫ লাখ বারের বেশি ভালবাসা প্রকাশ করেছেন।
ফেসবুক ধন্যবাদ জানিয়ে বলছে, আপনার শেয়ার করা ভালোবাসা এবং আপনার বন্ধুদের সমর্থন করার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ।