চট্টগ্রাম কলেজে মন্ত্রী ও সাবেক মেয়রের সমর্থকদের সংঘর্ষ

Slider চট্টগ্রাম রাজনীতি

aa7bd14f01e98589c4d4fb707a761418-59e464f7bd0e1

 

 

 

 

চট্টগ্রাম কলেজে আজ সোমবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় কলেজে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলছেন, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলামের সমর্থক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

মন্ত্রী নুরুল ইসলামের অনুসারী সুভাষ মল্লিক দাবি করেন, সকালে তাঁদের তিনজন কর্মী কলেজে ক্লাস করতে গেলে মহিউদ্দিনের সমর্থকেরা হামলা চালান। এতে কর্মীরা আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর মহিউদ্দিনের অনুসারীদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়।

অভিযোগ অস্বীকার করে মহিউদ্দিন চৌধুরীর অনুসারী মাহমুদুল করিম বলেন, প্রতিপক্ষের কর্মীরা তাঁদের ওপর হামলা চালিয়েছেন। পরে পুলিশও তাঁদের কর্মীদের লাঠিপেটা করেন। এতে তাঁদের বেশ কয়েকজন আহত হয়েছেন।

চট্টগ্রাম নগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *