ফরিদপুরে কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ, ১৮ জেলের কারাদণ্ড

Slider ঢাকা

131327Faridpur_kalerkantho_pic

 

 

 

 

ফরিদপুরের সদরপুর উপজেলার চরনাসিরপুর, আকটেরচর ও শয়তানখালী এলাকার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১৮ জেলেকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১০ লাখ মিটার কারেন্ট জাল ও দুই মণ ইলিশ মাছ জব্দ করে আদালত।

গতকাল রবিবার রাতভর ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, অভিযানকালে আটক হওয়া ১৮ জন জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া জব্দ করা ১০ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং ইলিশ মাছ ফরিদপুরের এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন র‌্যাব ৮, ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছউদ্দিন।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান জানান, আটক হওয়া ১৮ জন জেলেকে ১৮৬০ সালের দণ্ডবিধির ১৮৮ ধারায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *