ফিলিপাইনে ভয়াবহ ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে উপকূলবর্তী এলাকাগুলো। ঝড়ের সাথে প্রচন্ড বৃষ্টি। ফলে বন্যা আর ধস। এতে এখনও পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরো সাতজন।
গত বুধবার দেশটির মিনদান্নো দ্বীপে ৫৫ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়। ফেসবুকে এই ঝড় নিয়ে ফিলিপাইনের এক তরুণীর করা পোস্ট আলোড়ন তুলেছে।
তরুণী লিখেছেন, ওই ঝড় তার এক বন্ধুকে সাবেক প্রেমিকের ছাদে আছড়ে ফেলে। এতে তার বন্ধুটি সামান্য আহত হন। কিন্তু ঝড়ের তোড়ে পুরনো প্রেমিকের সাথে তার মান-অভিমানও ভেসে যায়। আবার নতুন করে সম্পর্কে জড়িয়ে যান তারা। সাথে মোবাইলে তোলা তার বন্ধু ও তার প্রেমিকের ঝাপসা ছবিও আপলোড করেন সেই তরুণী।