নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৪০, কারফিউ জারি

সারাবিশ্ব

Nigeria_0নাইজেরিয়ার আদামাওয়া রাজ্যের মুবি শহরের বাইরে একটি বাস স্টেশনে বোমা বিস্ফোরণে ৫ সেনাসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ২৭ নভেম্বর এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
কোনো দল এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি। মুবি বোকো হারামের নিয়ন্ত্রিত শহর হিসেবে পরিচিত। চলতি নভেম্বরে সংগঠনটি শহরটিকে ‘মদিনাতুল ইসলাম’ নামকরণ করে।
কারফিউ জারি
ভয়াবহ বিস্ফোরণটির পর পরই আঞ্চলিক সরকার মুবিতে ২৪ ঘণ্টার জন্য কারফিউ জারি করেছে। দুই লাখেরও বেশি বাসিন্দা বসবাসরত ওই শহরে সন্দেহভাজন বোকো হারামের সদস্যদের পরবর্তী হামলা ঠেকাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, চলতি বছর বোকো হারামের সদস্যদের হামলায় দেশটিতে অন্তত ১ হাজার ৫০০ লোক নিহত হয়েছেন।
জাতিসংঘের তথ্যানুযায়ী, ২০১৩ সালের মে থেকে আদামাওয়া, ইয়োবে ও বর্নো রাজ্যে জরুরী অবস্থা জারির আগ পর্যন্ত অন্তত ১৫ লাখ লোক বাড়িঘর ছেড়ে পালিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *