টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের নাফ নদীর মোহনায় রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে ঘোলার চর সাগর মোহনায় এই ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১২ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০ জন শিশু, ১ জন পুরুষ ও ১ নারী রয়েছে। এছাড়া ৩৭ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।শাহপরীরদ্বীপের কোস্ট গার্ড ও বিজিবি স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির এ ঘটনায় অনেক রোহিঙ্গা নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।উল্লেখ্য, ২৫ আগস্ট মিয়ানমারে সহিংসতার জের ধরে বাংলাদেশে পালিয়ে আসতে গিয়ে নৌকা ডুবির ঘটনায় এ পর্যন্ত প্রায় দেড়শত রোহিঙ্গার প্রানহানীর ঘটনা ঘটে। এরমধ্যে বেশীর ভাগ শিশু রয়েছে।