সরকার দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে: নুর

Slider রাজনীতি


গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘সরকার দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। আন্তর্জাতিক মেরুকরণের ফলে সরকারের এখন আন্তর্জাতিক সমর্থনও।’

আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে গণ অধিকার পরিষদ আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি। গণ অধিকার পরিষদসহ বিরোধীদলগুলোর নেতাকর্মীদের মিথ্যা ও ভিত্তিহীন মামলায় গ্রেপ্তার, হামলা, মামলা, হয়রানি ও হুমকির প্রতিবাদে গণপদযাত্রা শেষে এ সমাবেশের আয়োজন করা হয়।

নুরুল হক নুর বলেন, ‘পৃথিবীর কোনো দেশে ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র দীর্ঘায়িত হয়নি। তাদের (আওয়ামী লীগ) আর এক্সটেনশন করতে দেওয়া যাবে না।’

তিনি বলেন, ‘গত কয়েকমাস ধরে বিএনপিসহ সব বিরোধী দল শান্তিপূর্ণ অহিংস আন্দোলন করছে। সেই আন্দোলনকে সহিংস করার জন্য ছাত্রলীগ, যুবলীগকে লেলিয়ে দিয়ে আওয়ামী লীগ সারাদেশে নৈরাজ্য তৈরি করছে। এভাবে হামলা, মামলা, গুম, হত্যা, প্রশাসনকে ব্যবহার করে মিথ্যা মামলা— এসব নৈরাজ্যের মধ্য দিয়ে ক্ষমতায় থাকতে চাইছে তারা।’

নুরুল হক নূর বলেন, ‘হামলা, মামলা চলছে, আরও কিছুদিন চলবে। কারণ রক্ত দেওয়া ছাড়া পৃথিবীতে কোনো গণআন্দোলন সফল হয়নি। নির্যাতন-নিপীড়নের শিকার হওয়া ছাড়া কোনও গণঅভ্যুত্থান হয়নি। আজকে বিরোধীদলের ওপর যে নির্যাতন-নিপীড়ন চলছে, সেই নির্যাতন-নিপীড়নেই জনগণ ঘুরে দাঁড়াবে, শেখ হাসিনার পতন ঘটাবে।’

গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মামুন হাসানের সভাপ‌তি‌ত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, ড. আব্দুল মালেক ফরাজী, শাকিলুজ্জামান, যুগ্ম আহ্বায়ক শিরিন আক্তার, যুগ্ম সদস্যসচিব তারেক রহমান, যুগ্ম আহ্বায়ক শহিদুল ফাহিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *