এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ১১৩ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস সমৃদ্ধ দেশের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়। গতবছর প্রতিষ্ঠানটি দেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছিল। এবছরও প্রতিষ্ঠানটি রংপুর বিভাগে শ্রেষ্ঠত্ব বজায় রাখে।
নিয়মতান্ত্রিক পাঠদানের পাশাপাশি নিয়মিত বিভিন্ন সহশিক্ষামূলক কর্মসূচির কারণে দেশজুড়ে সমাদৃত হয়ে আসছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এর পেছেনে অবদান রয়েছে বিদ্যালয়টির সাবেক-বর্তমান শিক্ষকমন্ডলীর পাশাপাশি সাবেক-বর্তমান শিক্ষার্থীদেরও।
শিক্ষার্থীদের বহুমুখী শিক্ষিত করে তোলার লক্ষ্যে সম্প্রতি বিদ্যালয় কর্তৃপক্ষ ‘অনুভবের দৃশ্য ক্যামেরার লেন্সে’ স্লোগান নিয়ে তিন দিনব্যাপী আলোকচিত্র কর্মশালার আয়োজন করেছে। আগামী ৪ অক্টোবর কর্মশালাটি শুরু হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাল্টি পারপাজ হলরুমে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হবে।
কর্মশালাটি পরিচালনা করবেন দিনাজপুর দ্বীপন ফটোগ্রাফি ইনস্টিটিউটের শিক্ষক কুমার বিপ্লব দ্বীপন।
আমাদের পৃথিবীটা বৈচিত্র্যময়, এখানে আছে সৌন্দর্যের ছন্দ। এ ছন্দ সবার কাছে একভাবে পৌঁছায় না। এই ছন্দ ফটোগ্রাফারদের কাছে পৌঁছে তাদের হৃদয়ের ডাক অনুসরণ করে। তারা ফটোগ্রাফি ভালোবাসে। এই ভালোবাসা যেন সবার মাঝে বহুমাত্রিক জীবসত্ত্বার একটি শিল্পিত প্রতিবিম্ব উপস্থাপন করতে পারে সেজন্যই এই আয়োজন।
আগামী ৬ অক্টোবর সনদপত্র প্রদানের মাধ্যমে কর্মশালাটি শেষ হবে। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উক্ত কর্মশালার আয়োজক বিদ্যালয়টির ফটোগ্রাফারদের সংগঠন ‘টিজিবিএইচএস ফটোগ্রাফি ক্লাব’।