খোকন সোনা বলবে কথা
দু’দিন আগে পরে,
তৃপ্তি সীমা নেইতো কারো
খোকন সোনার ঘরে।
খোকন সোনার মুখে যেন,
সদায় হাসি থাকে,
যেথায় থাকুক সোনা ছুটুক
মা মাটির ডাকে।
প্রেমটা সদায় অটুট থাকুক
পরিবার আর সমাজ,
সত্যকথা বলবে সৎপথে চলবে
কায়েম করবে নামাজ।
মনুষ্যত্ববোধ আর কর্মগুনে
এগিয়ে যাবে দুইয়ে,
সবার মুখে ফুটবে হাসি
হৃদয় যাবে ছুঁইয়ে।
দোয়া করবে তোমরা সবাই
মানুষ যেন হয়,
দেশের তরে দশের তরে
খোকন যেন রয়।
———————————————–
স্বত্ব সংরক্ষিত
১৫ সেপ্টেম্বর ২০১৭ খৃষ্টাব্দ,
ঢাকা।