এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ‘ক্রীড়া ঐতিহ্যের বাংলাদেশ, মাদক হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘জাগ্রত মানবতা’র আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) বালিয়াডাঙ্গীর লাহিড়ী উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় আমজানখোর ইউনিয়ন ২-০ গোলে পড়িয়া ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে দুই দলের মধ্যে পুরস্কার তুলে দেন ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ ও ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলাম।
স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবতার সভাপতি ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগঁও জেলা অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান, বালিয়াডাঙ্গী উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সমাজ সেবক ফয়জুল ইসলাম হিরু সহ আরও অনেকে। খেলায় সঞ্চালনায় দায়িত্ব পালন করেন ধারাভাষ্যকার সুজন খান।
জাগ্রত মানবতার এই টুর্নামেন্টের উপজেলার ৮ টি ইউনিয়নের ফুটবল দল অংশগ্রহণ করেন। জাগ্রত মানবতা সংগঠনটি যুব সমাজকে মাদকমুক্ত করার জন্য বিভিন্ন রকম কাজ করে আসছে।