নিউ ইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বিশ্ব নেতাদের সামনে বক্তৃতা করেছেন। তিনি বলেন, বিশ্বাসের অভাবে বিশ্ব সম্প্রদায়ের ধারণা ব্যর্থ হয়ে যাচ্ছে।
সবাই এখন ভগ্নপৃথিবীতে বাস করছে।অ্যান্তনিও গুতেরেস বলেন, ‘মানুষ ক্ষুব্ধ এবং তারা একে অন্যকে আঘাত করছে। অনিরাপত্তা বেড়েই চলেছে, বাড়ছে বৈষম্য, সহিংসতা। জলুবায়ুও পরিবর্তন হচ্ছে। বিশ্ব সম্প্রদায়ের মধ্যেও ভাঙন তৈরি হয়েছে। এক রাষ্ট্রের প্রতি আরেক রাষ্ট্রের অবিশ্বাস তৈরি হয়েছে। আমরা এখন ভগ্ন পৃথিবীতে বাস করছি। আমাদের শান্তির পৃথিবী প্রতিষ্ঠা করা উচিত। ‘
গুতেরেস আরও বলেন, ‘পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা চিন্তাই করা উচিত নয়। স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের সবচেয়ে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ‘ সূত্র : আন্দালু এজেন্সি