‘জঙ্গি আস্তানা’ সন্দেহে রাজধানীর দারুস সালামে ঘিরে রাখা বাড়িটিতে ৭ জন অবস্থান করছেন বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ।
বেনজির আহমেদ মঙ্গলবার বেলা ১১টার পর ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।
র্যাবের ডিজি বলেন, আমরা নিশ্চিত হতে পেরেছি, ভেতরে অবস্থান করা জঙ্গির নাম আব্দুল্লাহ। ভবনের ভেতরে তার সঙ্গে দুই স্ত্রী, দুই সন্তান ও দুই সহযোগীসহ মোট ৭ জন অবস্থান করছেন।
তিনি আরো বলেন, ভেতরে বিপুল পরিমাণ এসিড, পেট্রোল ও ৫০টি আইডি রয়েছে। তার কাছে পিস্তল রয়েছে বলে নিশ্চিত হওয়ার কথা বলেন।