টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৌলি নদীর উপর রেল সেতুর ২৫টি গার্ডার নদীতে ভেঙে পড়েছে। ফলে ঢাকার সাথে উত্তরবঙ্গ ও দক্ষিন-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
এই যোগাযোগ স্বাভাবিক হতে ২৪ ঘণ্টা সময় লাগতে পারে বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে ভাঙন রোধে ক্ষতিগ্রস্ত স্থনে বালির বস্তা ফেলা শুরু করেছে কর্তৃপক্ষ।
আজ সকাল ছয়টার দিকে রেল সেতুর এপ্রোচে মাটি সরে যেতে দেখে তারা স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করে। এরপর স্থানীয় লোকজন লাল কাপড় টানিয়ে সতর্ক বার্তা প্রদর্শন করে ঢাকাগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে দেয়।
রেলওয়ে পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী রমজান আলী জানান, আমরা ঘটনাস্থলে পরিস্থিতির পর্যবেক্ষন করছি। এখানে প্রায় ২০ ফুট গভীর হয়েছে এবং মাটি সরে পড়েছে। জয়দেবপুর এবং পাকশি থেকে অভিজ্ঞ প্রকৌশলী দল আসছে। তারা যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিবে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, নদী থেকে সারা বছরই ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের ফলেই আজ রেল সেতুর মাটি ধসের সৃষ্টি হয়েছে।