‘নগ্ন হয়ে ইমরানকে জড়িয়ে ধরেছি’

Slider গ্রাম বাংলা শিক্ষা

78115_ilianaa

বেশ কিছু ছবি করে এরই মধ্যে আলোচনায় রয়েছেন ইলিয়ানা ডি ক্রুজ। তেলেগু ছবি দিয়ে তার ক্যারিয়ার শুরু হলেও বলিউডে বেশ কিছু ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন তিনি। ‘বরফি’, ‘ফাটা পোস্টার নিকলা হিরো’, ‘রুস্তম’ ছবিগুলোতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। এবার মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি ‘বাদশাহো’। মিলান লুথিয়া পরিচালিত এ ছবিটি মুক্তি পাবে পহেলা সেপ্টেম্বর। আর এই ছবি নিয়ে উত্তেজনার কমতি নেই ইলিয়ানার। ছবিতে অজয় দেবগান ও ইমরান হাশমীর সঙ্গে অভিনয় করেছেন তিনি। বর্তমানে এ ছবির প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। তারই ধারাবাহিকতায় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে একটি বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। আর সইে নিয়ে চলছে তুমুল আলোচনা। ইলিয়ানা বলেছেন, ‘বাদশাহো’ না দেখা অনেক কিছু দেখাবো। একটি দৃশ্যে শরীরে কোন কাপর পড়িনি। নগ্ন হয়ে ইমরানকে জড়িয়ে ধরেছি। কি? এবার দেখবেন তো ‘বাদশাহো’। নাকি না? এমনভাবেই সাক্ষাকারে বক্তব্য দিয়েছেন ইলিয়ানা। এর মাধ্যমে বেশ বিতর্কের মুখে পড়েছেন তিনি। অনেকেই বলছেন ছবির প্রচারনা করতে গিয়ে এতটা বেপরোয়া কথাবার্তা না বললেও পারতেন ইলিয়ানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *