দিনাজপুরে জেলা শিক্ষক সমিতির অবস্থান কর্মসুচী ও মানববন্ধন

Slider গ্রাম বাংলা

Dinajpur- 26.07.17 (2)এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরে সরকারি বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তনের সিদ্ধান্ত স্থায়ী ভাবে বাতিল, বার্ষিক প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানসহ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের দাবীতে দিনাজপুর জেলা শিক্ষক সমিতি অবস্থান কর্মসুচী ও মানববন্ধন পালন করে।
দিনাজপুর জেলা প্রশাসক সম্মুখ সড়কে ২৬ জুলাই বুধবার মানববন্ধন চলাকালীন বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মোঃ আহসানুল হক মুকুল-এর সভাপতিত্বে সাধারন সম্পাদক মাতলুবুল মামুনের সঞ্চালনে বক্তব্য রাখেন, জেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক লোকমান হাকিম, কাহারোল উপজেলার শিক্ষক সমিতির সভাপতি ও মন্মতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হামিদ, সাধারন সম্পাদক মাসউদ আলম, পার্বতীপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোক্তারুল আলম, ফুলবাড়ী উপজেলার শিক্ষক সমিতির সভাপতি সঞ্জয় কুমার, চিরিরবন্দর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাহাতাব উদ্দিন, জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বুনু বিশ্বাস, শিক্ষক ফজলুল হক, সামিনুর ইসলাম, বিরামপুর উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। জেলার ১৩ থানার শত শত শিক্ষক এ কর্মসুচীতে অংশগ্রহন করে।

মোঃ নাজমুল ইসলাম (মিলন)
দিনাজপুর প্রতিনিধি।
তারিখ- ২৬/০৭/১৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *