আজিজুর রহমানের চিকিৎসা সহায়তায় ২০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

Slider বিনোদন ও মিডিয়া

71177_Azizur-Rahman

 

 

 

 

ঢাকা: ছুটির ঘন্টা’-খ্যাত খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান বেশ কয়েকমাস ধরেই গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা নিচ্ছেন। সেখানকার চিকিৎসা খরচ বেশ ব্যয়বহুল। তাই তার উন্নত চিকিৎসার বিষয়টি নিয়ে কথা বলতে গত ১৯শে জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন চলচ্চিত্রের গুণী অভিনেত্রী শাবানা।

সে সময় তার সঙ্গে আরো ছিলেন চিত্রনায়ক আলমগীর, চিত্রনায়িকা মৌসুমী, প্রযোজক ওয়াহিদ সাদিক এবং পরিচালক মুশফিকুর রহমান গুলজার। তখন প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন, আজিজুর রহমানের চিকিৎসায় সহায়তা দেয়ার। এবার সেই কথা রাখলেন তিনি। ২০ লাখ টাকা দিলেন আজিজুর রহমানের চিকিৎসা সহায়তায়। গত ২১শে জুন চিত্রনায়ক রিয়াজ, চলচ্চিত্র প্রযোজক ও শাবানার স্বামী ওয়াহিদ সাদেক প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করতে গেলে তাদের হাতে এ অংকের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে রিয়াজ মানবজমিনকে বলেন, গত ২১শে জুন সন্ধ্যায় ইফতারের পর গণভবনে আমি ও সাদিক ভাই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি আজিজুর রহমান ভাইয়ের উন্নত চিকিৎসার জন্য ২০ লাখ টাকার চেক আমাদের হাতে তুলে দেন। উল্লেখ্য, আজিজুর রহমান বর্তমানে সিঙ্গাপুরের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন। অনেক সফল ছবির  এ পরিচালক ১৯৫৮ সালে ‘এ  দেশ তোমার আমার’ ছবিতে এহতেশামের সহকারী হিসেবে চলচ্চিত্রে সম্পৃক্ত হন। তিনি এ পর্যন্ত ৫৪টি ছবি নির্মাণ করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘সাইফুল মুলুক বদিউজ্জামান’, ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’, ‘জনতা এক্সপ্রেস’, ‘সাম্পানওয়ালা’, ‘ডাক্তার বাড়ি’, ‘গরমিল’, ‘সমাধান’ প্রভৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *