নেতা-কর্মীদের সতর্ক করে দিয়ে নাসিম বলেন, দলীয় শৃঙ্খলার বাইরে গেলে, সে যত বড় নেতা বা কর্মী হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না। নির্বাচনী এলাকায় প্রতিটি ভোটকেন্দ্রের জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে দ্রুত কমিটি গঠনেরও পরামর্শ দেন।
কাজীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক সাংসদ তানভীর শাকিল, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর মেয়র হাজি নিজাম উদ্দিন প্রমুখ।
পরে মন্ত্রী কাজীপুরে গণপূর্ত বিভাগের নির্মাণাধীন পাঁচ শ আসনবিশিষ্ট শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম নির্মাণকাজের অগ্রগতি, পানি উন্নয়ন বিভাগের মেঘাই স্পারের সংস্কারকাজ ও এলজিইডির বিভিন্ন সড়ক উন্নয়নকাজ পরিদর্শন করেন। বিকেলে কাজীপুরের শুভগাছায় ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত প্রায় পৌনে আট কিলোমিটার বিদ্যুৎ লাইনের সাড়ে পাঁচ শ গ্রাহকের মধ্যে বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন করেন। এ সময় পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. আজাহার আলী, উপমহাব্যবস্থাপক মো. মিজানুর রহমানসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। পরে তিনি শুভগাছা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন।