এম এ কাহার বকুল; লালমনিরহাট প্রতিনিধিঃ, লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ছয় জুয়াড়িকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৬ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের কিসামত চড়িতাবাড়ি গ্রামের শামছুদ্দিনের ছেলে হোসেন আলী (২৬), একই গ্রামের আব্দুর রশিদের ছেলে দীন ইসলাম (৩৬), আব্দুল খালেকের ছেলে মহাতাব উদ্দিন (৩৬), মহির আলীর ছেলে মতিয়ার রহমান (৪৩), কাশেম আলীর ছেলে শামছুল হক (৫০) ও মহেশ উদ্দিনের ছেলে নুর নবী (৫১)।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় জানান, উপজেলার কিসামত চড়িতাবাড়ি এলাকায় জুয়ার আসর বসেছে, এমন সংবাদের ভিত্তিতে সকালে সেখানে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ওই ছয় জুয়াড়িকে আটক করা হয়।
পরে দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক তাদের প্রত্যেককে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।