ছোট্র ছেলে   —–মন্জুরুল হক

সাহিত্য ও সাংস্কৃতি

P1050865

লক্ষা পারের ছোট্র ছেলে

মোদের বসবাস!

লতায় পাতায় ঘিরে আছে

বনের সবুজ ঘাস।

 

সুর ধরেছে বনের পাখি

আম গাছের এক ডালে!

এমন সময় এলো কজন

দুষ্টাচারী ছেলে।

 

আনন্দে যে গাইছে পাখি

ধরলনা তাঁর মনে

বন্ধুক নিয়ে সই করেছে

মারবে পাখির জানে।

 

পাশ দিয়ে এক ছোট্র ছেলে

যাচ্ছে মায়ের কোলে

হঠাৎ দেখে চমকে উঠে

চিৎকারে সে বলে।

 

মেরোনা ভাই মেরোনা ওকে

চালাও আমার প্রাণে

ছোট্র ছেলের কথা শুনে

মারলনা তাঁর জানে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *