আমায় তুমি ফিরিয়ে দিলে?
বুঝবে তুমি খুঁজবে ফিরে
হৃদয় দিয়ে অসীম পানে
দেখবে চেয়ে দূরের দেশে
আকাশ পানে তাকিয়ে থেকে
পরির মতো পেখম তুলে
উড়াল দেবো সুখের পানে
পাল টাঙানো নৌকো করে
ভেসেই যাবো দেশান্তরে
সাদা পরির পালক পরে
ইচ্ছে করে দূরের দেশে
চিরতরের স্বর্গলোকে
পাবে না আমায় খুঁজে
শত তদবিরেও!
তোমায় নিয়ে ইচ্ছে ছিল
যাবো অচিন দ্বীপের দেশে
তা হলো না এখন তুমি
ব্যস্ত সবে নিজের তরে!
আমায় নিয়ে ভাবনাগুলো
তবে অলীক ছিল?
নির্দ্বিধায় এখন তুমি
তা খোলে বলো।
হারিয়ে যাবো গানের দেশে
যোজন যোজন দূর,
গানের পাখি সবাই মিলে
করবে না আর সুর!
হলদে রঙের সোনালু লতা
দোয়েল, কোয়েল, ফিঙে শ্যামা
সবকিছুতে থাকবো মিশে
নানান বর্ণে, নানান রঙে!
বুঝবে তুমি ডাকবে আমায়
নূতন নামে, নূতন ভাষায়!
ইতি তোমারই মেঘবালিকা