হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

জাতীয়

court-judgement-hammer47-311x186লালমনিরহাটে এক হত্যা মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সিদ্দিকুল আরেফিন চৌধুরী এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ছয়আনি পিত্তিফাটা গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে আবু সামা, বাহার উদ্দিনের ছেলে রহম আলী ও তার ভাই জমের আলী, একই উপজেলার শেখ সিন্দুনা গ্রামের বাহার উদ্দিনের ছেলে রফিক, মোকছেদ আলীর ছেলে ফজর আলী ও শুকর আলীর ছেলে মোতালেব।
আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২২ ডিসেম্বর সকালে ওই এলাকার মতিয়ার রহমান ও তার দুই ছেলে রাশেদুল ও আবু হোসেন তাদের জমিতে ভুট্টা চাষ করতে গেলে আসামিরা পূর্ব পরিকল্পিত ভাবে তাদের ওপর হামলা চালায়।
আসামিরা মতিয়ার ও তার দুই ছেলেকে লাঠিসোটা দিয়ে বেদম মারধর করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় রাশেদুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত রাশেদুলের বাবা মতিয়ার রহমান বাদী হয়ে ২৫ ডিসেম্বর ১০ জনকে আসামি করে হাতীবান্ধা থানায় একটি হত্যা মামলা করেন।
দীর্ঘ শুনানি শেষে আসামিদের উপস্থিতিতে বৃহস্পতিবার বিজ্ঞ আদালত এ রায় দেন।
আসামিদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। বাকি ৮ জনের মধ্যে অপরাধ প্রমাণিত না হওয়ায় ২ জনকে বেকসুর খালাস দিয়ে অন্য ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (এডিপিপি) একেএম আব্দুল খালেক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *