ঢাকা: বিদেশে অর্থপাচার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ-১, মো. দলিল উদ্দিন শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করেন। গত ১৪ আগস্ট দুদকের পরিচালক নাসিম আনোয়ার ঢাকার সিএমএম আদালতে ড. মোশাররফের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী থাকার সময় (২০০১-০৬) ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে অর্জিত বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন খন্দকার মোশাররফ। যুক্তরাজ্যের একটি প্রাইভেট ব্যাংকে তিনি ও স্ত্রী বিলকিস আক্তার হোসেনের নামে যৌথ হিসাব খোলেন।
উক্ত হিসাবে ৮ লাখ ৪ হাজার ১শ’ ৪২ দশমিক ১৩ ব্রিটিশ পাউন্ড (বাংলাদেশি টাকায় ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা) স্থায়ী আমানত হিসেবে জমা রাখেন।
বাংলাদেশি কোনো নাগরিক বিদেশি কোনো ব্যাংকে হিসাবনামা খুলতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি প্রয়োজন হয়। এক্ষেত্রেও তিনি নিয়মের তোয়াক্কা করেননি বলে অভিযোগপত্রে বলা হয়।
তিনি বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ১৪৭ (৫) ধারা লঙ্ঘন করেন। গত ৬ ফেব্রুয়ারি এ অভিযোগে দুদক পরিচালক নাসিম আনোয়ার রমনা থানায় মামলা দায়ের করেছিলেন।